

মুগদায় বিএনপি-আ.লীগ পাল্টাপাল্টি ধাওয়া, মোটরসাইকেলে অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৪ এএম, ১০ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১১:৫১ পিএম, ২২ আগস্ট,শুক্রবার,২০২৫

রাজধানীর মুগদায় বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মুগদা হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতাকর্মীরা মাঠে জায়গা না পেয়ে মুগদা হাসপাতালের সামনে অবস্থান নেয়। পরে সেখানে মিছিল নিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর কয়েকজন মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। তবে কারা আগুন লাগিয়েছে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
মুগদা থানার পরিদর্শক (অপারেশন) আশিশ কুমার দেব কালবেলাকে বলেন, ‘একটি মোটরসাইকেল পুড়িয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে।’