

দ্রব্যমূল্য রোধে রাজধানীতে শ্রমজীবী মানুষের মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০২ এএম, ১৪ জুলাই,রবিবার,২০২৪ | আপডেট: ১১:৫৪ এএম, ১৭ আগস্ট,রবিবার,২০২৫

দুর্নীতি ও লুটপাট বন্ধ এবং দ্রব্যমূল্যের আকাশছোঁয়া দাম কমানোর দাবিতে রাজধানীতে শ্রমজীবী মানুষের ভুখা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকেলে আরামবাগ থেকে মিছিলটি শুরু হয়ে দৈনিক বাংলা, বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় তারা নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে নানা স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে সাধারণ শ্রমিকরা বলেন, সরকারের সিন্ডিকেট আর দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম এখন আকাশছোঁয়া। গরিব, সাধারণ খেটে খাওয়া মানুষ এখন দিশাহারা। মানুষকে বাঁচাতে নিত্যপণ্যের দাম কমাতে হবে, লুটপাট আর দুর্নীতি দূর করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।