

ঢাকা ছাড়ছেন নগরবাসী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৪ এএম, ১৩ জুন,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৮:০৭ পিএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে নগরবাসী। বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকেই রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালে দেখা যায় ঘরমুখো মানুষের ভিড়।
আজ শেষ কর্মদিবস হওয়ায় সকাল থেকেই পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিচ্ছেন অনেকে।
সকাল থেকেই টার্মিনাল এলাকায় লক্ষ্য করা যায় বাড়তি গাড়ির চাপ। কমলাপুর রেলওয়ে স্টেশনেও বেড়েছে অতিরিক্ত যাত্রীর চাপ।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে না দেওয়ায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক।
এদিকে ভোর থেকেই রাজধানীর মহাখালী, গাবতলী, সায়েদাবাদসহ সব বাস টার্মিনাল থেকে কিছুক্ষণ পরপরই ছেড়ে যাচ্ছে বাস। বিকেলে টার্মিনালে মানুষের চাপ আরও আরও বাড়ার আশা পরিবহন সংশ্লিষ্টদের।