

ট্রেনের ধাক্কায় সদ্য পাস করা এসএসসি শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৫ এএম, ১৪ মে,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৩:৩৬ পিএম, ২৯ আগস্ট,শুক্রবার,২০২৫

রাজধানীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় আল নাহিয়ান সিফাত (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত সিফাত এ বছরই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছিলেন।
সোমবার (১৩ মে) রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর গুলবাগ আনসার চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত দশটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আবুল হোসেন বলেন, আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার কৃষ্ণনগর গ্রামে। আমার ছেলে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল থেকে এ বছরই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আজকেই তার জন্মদিন ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ঢামেকের মর্গে রয়েছে।