

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৯ এএম, ৫ মে,রবিবার,২০২৪ | আপডেট: ১১:৫৭ এএম, ২৮ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (৫ মে) ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পাশাপাশি তাদের হেফাজত থেকে ৪ হাজার ৬৮৯ পিস ইয়াবা, ৪ গ্রাম ২০ পুরিয়া হেরোইন ও ১১ কেজি ৪১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা করা হয়েছে।