

আবারও হাতিরঝিলে মিলল যুবকের মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৩ এএম, ২০ এপ্রিল,শনিবার,২০২৪ | আপডেট: ০২:৫৭ পিএম, ২৯ আগস্ট,শুক্রবার,২০২৫

রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজার পেছনে ব্রিজের নিচে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পাওয়া গেছে। অজ্ঞাতপরিচয়ে ওই যুবকের মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধারের চেষ্টা করছে। যদিও হাতিরঝিল থানা এরিয়ার মধ্যে এ মরদেহ পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্রিজ ধরে যাওয়ার পথে মরদেহ ভাসতে দেখেন একজন। পরে তিনি ৯৯৯ এ কল দিলে হাতিরঝিল থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসে। এখন পর্যন্ত মরদেহের নাম-পরিচয় শনাক্ত হয়নি।
এর আগে ১৫ এপ্রিল হাতিরঝিল থেকে ভাসমান অবস্থায় প্রথমে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্ত করে পুলিশ। তার নাম ফয়েজ কাদের চৌধুরী (২৩)। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।