

রাজধানীতে স্বস্তির বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৭ পিএম, ১৬ এপ্রিল,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০২:০৩ পিএম, ২৪ আগস্ট,রবিবার,২০২৫

টানা কয়েক দিন ধরে চলা তাপদাহে নগর জীবনে যখন হাঁসফাঁস অবস্থা তখন রাজধানীতে দেখা মিলেছে বৃষ্টির। এতে জনজীবনে নেমে এসেছে প্রশান্তি।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকেই আকাশে মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল। অবশেষে বেলা তিনটার পর কালো মেঘে ঢেকে যায় আকাশ। নামে বৃষ্টি।
রাজধানীর প্রায় সব এলাকাতেই বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ বেশি না হলেও এতে রাস্তাঘাট ভিজেছে এবং তাপদাহের তীব্রতা কিছুটা কমেছে। ফলে জনমনে নেমে এসেছে স্বস্তির আবহ।
হঠাৎ বৃষ্টিতে গণপরিবহনের যাত্রী ও সড়কে থাকা পথচারীরা কিছুটা ভোগান্তিতে পড়েন। তবে গরমে অতিষ্ঠ হয়ে ওঠা অনেককে ইচ্ছা করে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে।