

বনানীর গোডাউন বস্তিতে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৮ এএম, ২৫ মার্চ,সোমবার,২০২৪ | আপডেট: ০৭:৪১ এএম, ২৮ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

রাজধানীর বনানীর গোডাউন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং আরও পাঁচটি ইউনিট রওনা হয়।
রোববার (২৪ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, বিকেল ৪টা ৫ মিনিটে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিসের ইউনিট রওনা হয়। ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং বাকি পাঁচটি রাস্তায় জ্যামের কারণে পৌঁছাতে দেরি হয়।