

নিয়ন্ত্রণে এসেছে চকবাজারের আগুন: ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০১ এএম, ২৩ মার্চ,শনিবার,২০২৪ | আপডেট: ০১:৪১ পিএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

রাজধানীর চকবাজারের ইসলামবাগে রাসায়নিকের (কেমিক্যাল) একটি গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ শনিবার সকাল সাতটায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ এ তথ্য জানান।
রাশেদ বিন খালিদ বলেন, সকাল ছয়টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চকবাজারের ইসলামবাগে রাসায়নিকের একটি গুদামে আগুন লাগে। রাশেদ বিন খালিদ আজ ভোর সোয়া চারটার দিকে জানান, ফায়ার স্টেশনের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সর্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস বলছে, ভবনটির প্লাস্টিক ও জুতার কারখানার দাহ্য পদার্থের জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।