

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৩ পিএম, ১১ মার্চ,সোমবার,২০২৪ | আপডেট: ০৯:৫৭ পিএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

পুরান ঢাকার মাহুতটুলি এলাকায় একটি জুতা তৈরির কারখানা আগুনে পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার জানান, সোমবার সকাল ৯টা ২০ মিনিটে মাহুতটুলির আবুল খয়রাত রোডে একটি একতলা ভবনে ওই কারখানায় আগুন লাগার খবর পান তারা।
পরে অগ্নিনির্বাপক বাহিনীর পাঁচটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।