

খিলগাঁওয়ে অভিযানের মুখে কাচ্চি ভাই ও সিরাজ চুইগোস্ত বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৩ পিএম, ৫ মার্চ,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৯:৪৭ এএম, ১৬ আগস্ট,শনিবার,২০২৫

রাজধানীর খিলগাঁও এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের অভিযানের খবর পেয়ে অনেক মালিক তাদের রেস্টুরেন্ট বন্ধ রেখেছেন।
স্কাইভিউ নাইটিঙ্গেল টাওয়ার বন্ধ ঘোষণার পর সিটি করপোরেশনের অভিযান দল কাচ্চি ভাই রেস্টুরেন্টে অভিযান চালাতে আসে। কিন্তু সেখানে আগে থেকেই একটি লাল ব্যানার ঝুলিয়ে রেস্টুরেন্ট বন্ধ রেখেছে কাচ্চি ভাই কর্তৃপক্ষ। এই ভবনে সিরাজ চুইগোস্ত নামে একটি দোকানেও একই ব্যানার টানানো, যাতে লেখা- রেস্টুরেন্টের উন্নয়ন কাজের জন্য প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ।
ভবনটির ছাদেও একটি রেস্টুরেন্ট রয়েছে- সিয়েলো রুফটপ। সেটির প্রবেশপথও বন্ধ পান দক্ষিণ সিটির কর্মকর্তারা।
ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, 'আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খিলগাঁও এলাকার অভিযানে এসেছিলাম। আমরা একটি ভবনে যখন অভিযানে ঢুকেছিলাম, সেই খবর পেয়ে বাকিরা সবাই সকাল থেকে রেস্টুরেন্ট বন্ধ রেখেছে। তারা রেস্টুরেন্টগুলোর সামনে টাঙিয়ে দিয়েছে, উন্নয়ন কাজের জন্য রেস্টুরেন্ট আপাতত বন্ধ আছে। রেস্টুরেন্টগুলো বন্ধ থাকায় আমরা খিলগাঁও এলাকায় আজ আর অভিযান পরিচালনা করতে পারছি না।'