

কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৪ এএম, ১৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৯:১০ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

রাজধানীর কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এলাকায় একটি জুতার কারখানায় অগুন লেগেছে। ফায়ার সার্ভিস থেকে ৪ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ১১ টা ৪৮ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে চারটি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ঘটানের স্থলে চারটি ইউনিট কাজ করার পর ১২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কারখানাটি ছিল একটি টিন সেডের। হতাহতের কোনো সংবাদ নেই। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, ছোট একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস থেকে কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে হতাহতের কোনো সংবাদ এখনো পাওয়া যায়নি।