

ঢাকায় জামায়াত মিছিল বের করলেই ব্যবস্থা : ডিএমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৩ এএম, ৩০ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:২২ পিএম, ২৮ জুন,শনিবার,২০২৫

জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ঢাকায় মিছিল বের করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
আজ শুক্রবার পল্টন মোড় পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান।
একেএম হাফিজ আক্তার বলেন, জামায়াতে ইসলামকে গণমিছিলের অনুমতি দেয়া হয়নি। তারা মিছিল নিয়ে বের হতে পারবে না। মিছিল নিয়ে বের হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গণমিছিলের কারণে জনদুর্ভোগ যাতে না হয়, সে লক্ষ্যে ঢাকা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া থার্টি ফার্স্ট নাইট রয়েছে।
উল্লেখ্য, সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে রাজধানী ঢাকা এবং রংপুরে গণমিছিল করবে বিএনপি। ডিএমপি বিএনপিকে এ গণমিছিলের অনুমতি দিয়েছে। তবে জামায়াতে ইসলামীকে মিছিল করার অনুমতি দেওয়া হয়নি।