ধানমন্ডিতে কাভার্ডভ্যান চাপায় নিহত- ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১২ এএম, ১৪ ডিসেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ১০:১২ পিএম, ৫ ডিসেম্বর,শুক্রবার,২০২৫
রাজধানীর ধানমন্ডির রাসেল স্কোয়ারে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালক ও আরোহীর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ১২টার পর রাসেল স্কয়ারে এ দুর্ঘটনা ঘটে।
কলাবাগান থানার এস আই নজরুল ইসলাম জানান, ধানমন্ডি ২৭ নম্বরের দিক থেকে আসা কাভার্ড ভ্যানটি একটি রিকশাকে চাপা দিয়ে রাসেল স্কোয়ার পুলিশ বক্সে ঢুকে যায়। তাতে ঘটনাস্থলেই দুজন নিহত এবং আরও দুজন আহত হন। নিহতদের মধ্যে একজন রিকশার চালক এবং অপরজন আরোহী বলে ধারণা করছি।
তিনি জানান, আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এবং কাভার্ড ভ্যানের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




