

শাহজালাল বিমানবন্দরে তেলবাহী লরিতে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৯ এএম, ১৪ ডিসেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ১২:১৬ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

রাজধানী ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি তেলবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কুর্মিটোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহজালাল বিমানবন্দরে তেলবাহী লরিতে আগুন লেগেছে বলে সকাল ১০টা ১২ মিনিটে আমরা খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কুর্মিটোলা থেকে ৩টি ও উত্তরা থেকে ১টি ইউনিট বিমানবন্দরে গেছে।