

বিএনপি নেতাকর্মিদের আটকের প্রতিবাদে শুক্রবার সম্মিলিত পেশাজীবি পরিষদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৭ এএম, ৮ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৪১ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে আগামী শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবি পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সম্মিলিত পেশাজীবি পরিষদ সদেস্য সচিব কাদের গনি চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ সমাবেশে সভাপতিত্ব করবেন, সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন।