

তেজগাঁওয়ে সাংবাদিকের বাসায় আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৯ পিএম, ৫ ডিসেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৯:৪৬ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় 184/1 নম্বর বাড়ির নিচে একটি দোকানে আগুন লেগেছে। জানা যায়, দৈনিক দিনকালের মফস্বল সম্পাদক ওই বাড়ির তিন তলায় ভাড়া থাকেন। আগুন লাগার খবর পেয়ে বাড়ির সবাই নিরাপদে আশ্রয় নিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রওনা দিয়েছে। তবে যানজটের কারণে তারা পৌঁছাতে পারেনি ঘটনাস্থলে। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছানোর আগেই বাড়ির কয়েকটা ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে।
আজ সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১টা ২৬ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায় ডিউটি অফিসার রকিবুল ইসলাম।
তিনি বলেন, তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় একটি দোকানে আগুন লাগার খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রওনা দেয়। যানজটের কারণে দুপুর ২টা পর্যন্ত তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।