

মিরপুরে ই-টিকিটিংয়ের আওতায় চলবে ৩০ কোম্পানির বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৬ পিএম, ১২ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০২:৪৪ এএম, ১৩ আগস্ট,
বুধবার,২০২৫

ই-টিকিটিংয়ের আওতায় আসছে রাজধানীর মিরপুরের ৩০টি কোম্পানির বাস। রবিবার (১৩ নভেম্বর) থেকে উক্ত কোম্পানির বাস নতুন এ পদ্ধতিতে চলাচল করবে।
আজ শনিবার (১২ নভেম্বর) রাজধানীর ইস্কাটন এলাকায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত ‘রাজধানী ঢাকার গণপরিবহনে ই-টিকিটিং পদ্ধতি চালু’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
এনায়েত উল্যাহ বলেন, ২০২৩ সালের ৩১ জানুয়ারি থেকে ঢাকা শহরে চলাচলকারী ৬০ কোম্পানির বাস এবং ২৮ ফেব্রুয়ারি থেকে ঢাকা ও ঢাকা শহরতলীর ৯৭ কোম্পানির বাস ই-টিকিটিংয়ের আওতায় চলাচল করবে।