

রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩০ এএম, ২০ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:২৭ এএম, ১৫ আগস্ট,শুক্রবার,২০২৫

নিয়মিত বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ করছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা।
আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে তারা আন্দোলন করছেন। এ কারণে ওই এলাকায় যানজট দেখা দিয়েছে।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান এ বিষয়ে বলেন, আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছি।
শ্রমিকরা অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের নিয়মিত বেতন দেয় না। আবার বেতন দিলেও সেখান থেকে বিভিন্ন কারণে টাকা কেটে ফেলা হয়। কী কারণে টাকা কাটা হয় তাও তারা বলে না। প্রতিবাদ করলে করা হয় নির্যাতন।