

আমরা কখনোই কোনো নির্দিষ্ট ব্যক্তির পাশে নেই : ভারতীয় হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৫ পিএম, ১৭ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৬:০১ এএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

ঢাকায় নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারত সব সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, ‘আমরা সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা কখনোই কোনো নির্দিষ্ট ব্যক্তির পাশে নেই।’
আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিক্রম কুমার দোরাইস্বামী সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
বিদায় হাইকমিশনার বলেন, আজকে বাংলাদেশে আমার শেষ দিন। আমরা বাংলাদেশের মানুষকে সুখী দেখতে চাই। তাদের উন্নয়ন চাই এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই।
তিনি আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্রই বাংলাদেশের সুষম উন্নয়ন। আমাদের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। সেটাকেই চালিয়ে যেতে হবে। আমি সেটাই চাই।
এর আগে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কশিমনার (ভূমি) আনোয়ার হোসেন, সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।