

হাফ পাসের দাবিতে বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৮ এএম, ২৩ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:৫৯ এএম, ২৫ আগস্ট,সোমবার,২০২৫

বাসে অর্ধেক ভাড়ার দাবিতে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বনানীর কাকলী থেকে গুলশান-২ যাওয়ার এই সড়কে শতাধিক শিক্ষার্থী অবস্থান নেয়। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় ওই এলাকায়।
শিক্ষার্থীরা বলছে, গুলশান-বনানী এলাকায় চলাচলকারী গণপরিবহনে ভাড়া অনেক বেশি। তারপরও শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া হন না। এ কারণে তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে।
শিক্ষার্থীরা ‘হাফ পাস চাই’, ‘হাফ পাস ভাড়া নিয়ে কোনো টালবাহানা চলবে না’ লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, ‘দুপুর ১২টার দিকে হাফ ভাড়ার দাবিতে শতাধিক শিক্ষার্থী রাস্তায় নেমে সড়ক অবরোধ করেছে। আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করছি।’