

রাজধানীর তুরাগে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৬ এএম, ১০ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:৩৬ এএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

রাজধানীর কামারপাড়ায় রাজাবাড়িতে হ্যান্ড স্যানিটাইজারের গোডাউনে বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার রাতে দগ্ধ আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। নিহতের নাম মো: শফিকুল ইসলাম (৩২)।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: বাচ্চু মিয়া জানান, ৮০ শতাংশ দগ্ধ শফিকুল রাত ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। এর আগে ৭০ শতাংশ দগ্ধ আল-আমিনও মঙ্গলবার মারা যান।
বাচ্চু মিয়া জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৮০ শতাংশ দগ্ধ রাহাদ আলীর ছেলে মাসুম আলী (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সোমবার রাত দেড়টার দিকে ৯৫ শতাংশ দগ্ধ মিজান মারা যান বলে জানান বাচ্চু মিয়া।
রোববার একই হাসপাতালে গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো: আলম মিয়া (২০) ও মো: নুর হোসেন (৬০) মারা যান।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শনিবার বেলা পৌনে ১২টার দিকে হ্যান্ড স্যানিটাইজারের একটি গোডাউনে বিস্ফোরণ ঘটে এবং এতে আটজন আহত হন।
হাসপাতালের আবাসিক সার্জন ডা: এস এম আইয়ুব হোসেন বলেন, এ ঘটনায় একমাত্র জীবিত মো: শাহিন (২৫) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে।