

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্যামলীতে মিছিল, পুলিশের গাড়ি ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫১ পিএম, ৬ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ১১:০৯ এএম, ২০ আগস্ট,
বুধবার,২০২৫

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর শ্যামলীতে মিছিল থেকে তেজগাঁও জোনের এডিসির একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ওই গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
আজ শনিবার (৬ আগস্ট) শ্যামলীতে শিশুমেলার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামলী থেকে শতাধিক মানুষের একটি বিক্ষোভ মিছিল সোহরাওয়ার্দী হাসপাতালের দিকে যাচ্ছিল। তবে তাদের সামনে কোনো ব্যানার ছিল না। বিক্ষোভ মিছিলের সময় শ্যামলী শিশুমেলার সামনে রাখা পুলিশের একটি টহল ভ্যানে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এ সময় গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলা হয়।
এরআগে শুক্রবার (৫ আগস্ট) দিবাগত রাত থেকেই কার্যকর হয়েছে সরকারঘোষিত ডিজেল, পেট্রল, কেরোসিন, ও অকটেনের নতুন দাম। দাম বেড়েছে প্রতি লিটার ডিজেলে ৩৪, কেরোসিনে ৩৪, অকটেনে ৪৬, পেট্রোলে ৪৪ টাকা। দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও প্রতি লিটার পেট্রোল ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। আগে ভোক্তা পর্যায়ে খুচরা তেলের দাম ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।