রাজধানী উত্তরখান থেকে ছালমা নামে এক নারী নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫০ পিএম, ২৮ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:০৬ এএম, ৮ ডিসেম্বর,সোমবার,২০২৫
রাজধানী উত্তরখান থেকে ছালমা নামে এক মানসিক ভারসাম্যহীন মেয়ে হারিয়ে গেছেন। তার বয়স ১৭ বছর, উচ্চতা- ৪’৮”, গায়ের রং- শ্যামলা, মুখমন্ডল গোলাকার, মাথার চুল কালো, শারীরিক গঠন মাঝারি হালকা পাতলা। পিতাঃ ছালাম হাওয়ালাদার, স্থায়ী ঠিকানাঃ গ্রাম আদুনা, থানাঃ গৌরনদী, জেলাঃ বরিশাল।
গত ২৬ মে বিকাল ৫ঃ১০ মিনিট থেকে নিখোঁজ এই মেয়েকে খুঁজছে তার পরিবার। এ ব্যাপারে গত ০৫ জুন থানায় একটা জিডিও করা হয়েছে। যার নাম্বার ২২৯। উত্তরখান থানা, ডিএমপি, ঢাকা।
পরিবার জানিয়েছে, গত ২৬ মে বিকেল ৫ঃ১০ মিনিটে উত্তরখান এলাকার ১১১ শাহেরটেক বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। তার আত্মীয়-স্বজন বিভিন্ন জায়গায় খুঁজে তাকে না পেয়ে উত্তরখান থানায় জিডি করেছেন।
কেউ তার সন্ধান পেলে পিতা ছালাম হাওয়ালদারের (০১৯৪৮২২৭৯৮০) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।




