

ঢাকার মোড়ে মোড়ে আওয়ামী লীগের অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৬ পিএম, ১০ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৫৪ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

মহানবী (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে সারাদেশে মুসল্লিদের বিক্ষোভ কর্মসূচি পালনকালে সতর্ক অবস্থানে ছিল আওয়ামী লীগ নেতারা।
আজ শুক্রবার রাজধানী ঢাকার মোড়ে মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশ, সেগুনবাগিচা, মতিঝিল, ফকিরাপুলসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাদের খন্ড খন্ড বিক্ষোভ করতে দেখা যায়। সেগুনবাগিচা এলাকায় বিক্ষোভ শেষে চলে খিচুড়ি বিতরণ। বেলা দুইটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে ট্রাক মিছিলসহকারে আওয়ামী লীগের নেতাদের কাকরাইলের দিকে যেতে দেখা যায়।
এ সময় পুলিশ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়।