জাপান গার্ডেন সিটির ভবন থেকে লাফ দিয়ে ঢাবি ছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৭ পিএম, ১ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৪২ পিএম, ৫ ডিসেম্বর,শুক্রবার,২০২৫
রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির ভবনের ছাদ থেকে লাফিয়ে জায়না হাবিব প্রাপ্তি (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর ‘আত্মহত্যা’র খবর পাওয়া গেছে।
আজ বুধবার (০১ জুন) বিকেলে জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।
প্রাপ্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবেই মনে করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ করে বিকট শব্দ হয়। তখন তারা দৌড়ে গিয়ে দেখেন নিচে একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মনে হলো ছাদ থেকে লাফ দিয়ে পড়েছে। কারণ তার পুরো শরীর থেঁতলে গেছে।
ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, মেয়েটি আত্মহত্যা করেছে। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সুইসাইডাল নোটে তার জীবনে দীর্ঘ হতাশার কথা উল্লেখ করেছিলেন তিনি। ময়নাতদন্তের জন্য আমরা মরদেহটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’




