

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৬ পিএম, ২৬ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:১৯ এএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০৭৩৮ পিস ইয়াবা বড়ি, ১৫০ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন, ৬৬ কেজি ৭৪০ গ্রাম গাঁজা, ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৯ টি মামলা করা হয়েছে।