

সাভারে ঈদের দিন রাত ১০টা থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না : তিতাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৮ পিএম, ২৬ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:৩০ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ঈদের দিনগত রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সাভারে গ্যাস থাকবে না। সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন আ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তিতাসের সাভার জোনের ব্যবস্থাপক প্রকৌশলী. আবু সাদাত মো. সায়েম আজ মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সাভারে গ্যাস সঞ্চালন লাইনের সংস্কার কাজের জন্য ঈদের দিনগত রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঈদের সময় সবক্ষেত্রে চাপ কম থাকবে। তাছাড়া অন্যান্য দিনে সবক্ষেত্রে কাজের চাপ এবং সড়কেও যানবাহন বেশি চলাচল করে। সব কিছু ভেবেই সঞ্চালন লাইন মেরামতের জন্য এই সময়টা বেছে নেয়া হয়েছে। এ বিষয়ে একটি নোটিশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।