

শাহজালালে সাড়ে ছয় কেজি সোনার বারসহ যাত্রী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৩ এএম, ১২ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৪১ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইন থেকে আসা এক যাত্রীর মোবাইল ফোনের কেসিংয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ছয় কেজি ৮০০ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করা হয়েছে। এসময় মো. আরিফ নামের ওই যাত্রীকেও আটক করা হয়।
গতকাল সোমবার (১১ এপ্রিল) তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, মো. আরিফ গালফ এয়ারের ফ্লাইটে বাহরাইন থেকে ঢাকায় আসেন।
বিমানবন্দরে আসার পর তাঁর আচরণ সন্দেহজনক ছিল। প্রথমে তিনি সোনার বার থাকার কথা অস্বীকার করেন। পরবর্তীকালে তল্লাশি চালিয়ে তাঁর কাছে মুঠোফোনের দুটি কেসিং পাওয়া যায়। তিনি আরও বলেন, কেসিংয়ের ভেতরে মুঠোফোন আকৃতিতে সোনায় কালো টেপ মোড়ানো ছিল।
একই সঙ্গে সিগারেটের প্যাকেটেও ছিল বার। সব মিলিয়ে ৬ কেজি ৮০০ গ্রাম সোনার বার ছিল। এই প্রবাসীর বিরুদ্ধে মামলা করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।