

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৯ পিএম, ১১ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০২:১২ এএম, ১৭ আগস্ট,রবিবার,২০২৫

ইয়াবা-হেরোইন এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ অন্তত ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেচাবেচায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার ভোর ৬টা থেকে সোমবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৭৪৬ পিস ইয়াবা বড়ি, ১১ গ্রাম ২১৫ পুরিয়া হেরোইন, ৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজা, ১৬ বোতল ফেন্সিডিল ও ১২টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা করা হয়েছে।