

সাগর-রুনি হত্যা: ৮৭ বার পেছাল তদন্ত প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৫ পিএম, ২৭ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ১১:২২ এএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ৮৭ বার পিছিয়েছে।
আজ রোববার (২৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী আগামী ২৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) নির্দেশ দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের এএসপি খন্দকার শফিকুল আলম প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় আদালত নতুন তারিখ দিয়েছেন।
তদন্ত কর্মকর্তা এ পর্যন্ত তদন্ত শেষ করতে ৮৭ বার সময় নিয়েছেন। মামলার তদন্ত শেষ করতে দেরি হওয়ায় এর আগে দুটি পৃথক আদালত অসন্তোষ প্রকাশ করেছেন।
বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার রুনিকে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া বাসায় খুন হন।
শেরেবাংলা নগর পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার পর ২০১২ সালের ১৮ এপ্রিল র্যাবকে এ মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
এ মামলায় সন্দেহভাজন হিসেবে এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন- রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল হাসান ওরফে অরুণ, আবু সাঈদ, ওই বাড়ির ২ নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনামুল হক এবং সাগর-রুনির 'পারিবারিক বন্ধু' তানভীর রহমান। তানভীর ও পলাশ জামিনে জেল থেকে বের হলেও বাকিরা এখনো কারাগারে আছেন।