

২৮ মার্চ হরতালে গণপরিবহন চলবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২০ পিএম, ২৬ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ১২:২২ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে গণপরিবহন বন্ধ থাকবে না বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
আজ শনিবার (২৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাম গণতান্ত্রিক জোটের হরতালের ব্যাপারে আলোচনা করতে আজ শনিবার বিকেলে ঢাকায় পরিবহন মালিক-শ্রমিকদের যৌথসভা হয়।
ঢাকা সড়ক পরিবহন সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নেতারা বলেন, অযৌক্তিক অজুহাতে ডাকা এ হরতাল মালিক-শ্রমিকরা সমর্থন করে না। ২৮ মার্চ ঢাকা শহর, শহরতলী ও আন্তঃজেলার সব রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।
হরতালের দিন গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবহন নেতারা।