

এক চুলা ৯৯০, দুই চুলা ১০৮০ টাকা করার সুপারিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৯ পিএম, ২৩ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০১:১৪ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের মাসিক বিল ২ চুলার ক্ষেত্রে ১ হাজার ৮০ টাকা ও ১ চুলার ক্ষেত্রে ৯৯০ টাকা করার সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি।
রাজধানীর বিয়াম মিলনায়তনে সুন্দরবন গ্যাস কোম্পানি ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানিতে এ সুপারিশ করা হয়।
আজ বুধবার (২৩ মার্চ) তৃতীয় দিনের মতো শুনানি চলছে।
এদিকে, শুনানির প্রথমদিন মঙ্গলবার প্রাকৃতিক গ্যাসের ভোক্তা পর্যায়ে বিতরণ কোম্পানিগুলো গ্যাসের দাম শিল্প কারখানায় ১১৭ ভাগ এবং বাসাবাড়িতে ১১৬ ভাগ বাড়ানোর প্রস্তাব করে।