

বকেয়া বেতনের দাবিতে রেডিও টুডের কর্মীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫০ পিএম, ২০ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০২:১৭ এএম, ২৮ জুন,শনিবার,২০২৫

বকেয়া বেতন ভাতা এবং অন্যান্য ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ প্রদানের দাবিতে মানববন্ধন করেন রেডিও টুডের কর্মীরা।
আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী কর্মীরা বলেন, দেশের প্রথম বেসরকারি এফএম রেডিও স্টেশন রেডিও টুডে এফএম ৮৯.৬ এ বিগত কয়েক বছর ধরে বেতন ভাতা, পদোন্নতি এবং অন্যান্য সুযোগ সুবিধা ভীষণ ভাবে অনিয়মিত। বর্তমানে বেশিরভাগ কর্মীর ৫/৬ মাসের বেতন ভাতা বকেয়া পড়েছে। ফলে আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি।
তারা আরও বলেন, বেতন ভাতা ও অন্যান্য ন্যায্য পাওনার জন্য শত অনুনয় বিনয় ও আবেদন নিবেদন করলেও মালিকপক্ষ তাতে কর্ণপাত তো করছেই না বরং নানান টালবাহানা ও ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে। একইসাথে কর্মীদেরকে চাকরি থেকে নিয়ম বহির্ভূতভাবে ছাঁটাই, চাকরি ছেড়ে দেয়ার চাপসহ নানা ধরনের নিবর্তনমূলক পদক্ষেপ নিচ্ছে। এ সময় রেডিও টুডের কর্মীরা বকেয়া বেতন ভাতা এবং অন্যান্য ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ প্রদান এবং ভুক্তভোগী কর্মী ও তাদের পরিবারের কাছে কর্তৃপক্ষের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি করেন।