

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪২ পিএম, ১৪ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৪৯ এএম, ২০ আগস্ট,
বুধবার,২০২৫

বিপুল ইয়াবা বড়ি, হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ তাদেরকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার ভোর ৬টা থেকে সোমবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে যেসব মাদকদ্রব্য জব্দ করা হয় সেগুলো হচ্ছে- ১৭০৬ পিস ইয়াবা বড়ি, ১৫২.৫ গ্রাম ৫৪ পুরিয়া হেরোইন, ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৫ বোতল দেশি মদ ও ৫৩ বোতল ফেনসিডিল।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯ টি মামলা করা হয়েছে।