

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৭ পিএম, ১০ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:৩৫ এএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি থেকে জানানো হয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার (৯ মার্চ) সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৯ হাজার ৩২০ ইয়াবা, ৪০ গ্রাম ১৪৯ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৪৭০ গ্রাম গাঁজা, এক লিটার দেশি মদ, পাঁচটি ইনজেকশন ও ৯০ বোতল ফেনসিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।
এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২ মামলা হয়েছে।