

ডিএমপির ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৩ পিএম, ৭ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০৬:০৫ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
আজ সোমবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানায়, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়েছে। আদেশে লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-কোতোয়ালী) সাখাওয়াত হোসেন সেন্টুকে ট্রাফিক-উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-এয়ারপোর্ট জোন) হিসেবে, ডিএমপির সদর দফতরের সহকারী পুলিশ কমিশনার মান্না দে’কে সিটি-ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার ও সদর দফতরের রতন কান্তি রায়কে এস্টেট বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।