

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৯ পিএম, ২ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ১১:৪০ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

হেরোইন-ইয়াবা বড়ি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ রাজধানী থেকে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক সেবন ও বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে, সেগুলো হচ্ছে—২৪৬৮ পিস ইয়াবা বড়ি, ৫৩ গ্রাম ৫৯০ পুরিয়া হেরোইন ও ১৭ কেজি ১২০ গ্রাম ৩৩০ পুরিয়া গাঁজা।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮ মামলা করা হয়েছে।