

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৮৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪২ এএম, ১ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:০৩ পিএম, ২০ আগস্ট,
বুধবার,২০২৫

ফেনসিডিল-হেরোইন এবং অন্যান্য মাদকসহ রাজধানীতে ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সোমবার সকাল ৬ টা থেকে মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদক জব্দ করা হয়েছে, সেগুলো হচ্ছে— ১৫৩ গ্রাম ১১০ পুরিয়া হেরোইন, ১৬৩৫৯ পিস ইয়াবা বড়ি, ৭৮ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১৫ লিটার দেশি মদ ও ৯৩ বোতল ফেনসিডিল।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩ টি মামলা করা হয়েছে।