

শিল্পকলার এমডি লাকীকে দুদকের জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫২ পিএম, ১৬ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০১:৪৮ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা ৫২ মিনিটে লাকী দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন।
এর কিছু সময় পর দুদক উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে টিম তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
এর আগে ৬ই জানুয়ারি লিয়াকত আলী লাকীকে তলব করে নোটিস পাঠান অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম।
লাকীর বিরুদ্ধে দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, ‘ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করে’ তিনি বিপুল পরিমাণ অর্থ বিদেশে ‘পাচার করেছেন’।