

কমলাপুরে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে রেল কর্মচারী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৭ পিএম, ৯ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৫:৪৭ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে রেলওয়ের এক কর্মচারী মারা গেছেন।
আজ রবিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আলাল উদ্দিন (৪৬)। তিনি রেলওয়ের পয়েন্টস ম্যান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাটুরিয়া গ্রামে।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক নুর মোহাম্মদ খান বলেন, কমলাপুর স্টেশনের ৩ নম্বর রেললাইনে ইঞ্জিন সংযুক্ত (শান্টিং) করার সময় এক কর্মচারী ইঞ্জিনে কাটা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কমলাপুরে রেলওয়ে জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত আলাল উদ্দিনের ভাতিজা মশিউর রহমান বলেন, পরিবার নিয়ে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে থাকতেন তাঁর চাচা। তাঁর এক মেয়ে রয়েছে।