

কাপ্তান বাজারে আগুন, একজনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১২ পিএম, ৮ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৪:০৭ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

রাজধানীর কাপ্তান বাজার কসাইপট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
আজ শনিবার (৮ জানুয়ারি) ভোর ৪টা ৪৫ মিনিটে এই আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে ডাম্পিংয়ের সময় একজনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি পাইকারি দোকানে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।