

‘প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আ.লীগের জনপ্রিয়তার বহিঃপ্রকাশ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০২ পিএম, ২৪ জুন,সোমবার,২০২৪ | আপডেট: ০৬:০৫ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশজুড়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই দলটির জনপ্রিয়তার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
রোববার (২৩ জুন) নিজের ভেরিফায়েড এক্স-এ (সাবেক টুইটার) এক টুইটের মাধ্যমে এ তথ্য জানান তিনি।
সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশজুড়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আওয়ামী লীগের জনপ্রিয়তার বহিঃপ্রকাশ। এদিন শহর থেকে গ্রামে দিনভর উৎসবের হাওয়া বইছে।
সিলেট অঞ্চলে জলাবদ্ধতার কথা উল্লেখ করে জয় লিখেছেন, এই জলাবদ্ধতার মুহূর্তে সেইসব লাখ লাখ কর্মী ও নেতাদের বিনম্র শুভেচ্ছা, যারা আমাদের দলকে জনগণের দোরগোড়ায় নিয়ে গিয়েছেন। তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন জনগণের সেবা করার জন্য। এসব নেতাকর্মীরাই স্মার্ট বাংলাদেশ গড়ার মেরুদণ্ড।
তিনি আরও লিখেছেন, অভিনন্দন প্রত্যেক সমর্থককে যারা অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আমাদের বিজয়ে তাদের সমর্থন দিয়েছেন।