

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৬ এএম, ৪ জুন,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৭:৫৫ পিএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর ম্যানতিতস্কি।
সোমবার (৩ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ম্যানতিতস্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় রাষ্ট্রদূত রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ১০-১২ জুন ব্রিকস মিনিস্টেরিয়াল সম্মেলনে যোগদানের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে লেখা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন।
পররাষ্ট্রমন্ত্রী আমন্ত্রণের জন্য মন্ত্রী ল্যাভরভের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার সমর্থন গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।