রমনা বটমূলে গানে গানে বর্ষবরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৫ পিএম, ১৪ এপ্রিল,রবিবার,২০২৪ | আপডেট: ০৫:১০ এএম, ৯ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৫
রমনা বটমূলে প্রতিবছরের মতো বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে সুরে সুরে বরণ করা হলো বাংলা নববর্ষ ১৪৩১। সবাই মিলে গাইল আঁধার রজনী পোহানোর গান। ঋতুভিত্তিক এই অসাম্প্রদায়িক উৎসবে অংশ নেন দেশের ধর্ম, বর্ণ, গোত্র, ধনী, নির্ধননির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ।




