

টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান বিআরটিএর : ‘বছরে ১০৫৯ কোটি টাকা ঘুষ দেন বাসমালিকরা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৩ পিএম, ৭ মার্চ,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৩:০৮ এএম, ২ জুলাই,
বুধবার,২০২৫

বাস–মিনিবাসের মালিকদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে টাকা আদায়–সংক্রান্ত টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গত মঙ্গলবার 'ব্যক্তিমালিকানাধীন বাস পরিবহন ব্যবসায় শুদ্ধাচার' শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে।
গবেষণায় এসেছে, বাস-মিনিবাসের মালিকের কাছ থেকে বিআরটিএর কর্মকর্তা–কর্মচারীরা বছরে ৯০০ কোটি টাকা নিয়মবহির্ভূতভাবে আদায় করেন। সব মিলিয়ে বাস–মিনিবাসের মালিকেরা চাঁদা ও ঘুষ হিসেবে বিভিন্ন পক্ষকে বছরে প্রায় ১ হাজার ৬০ কোটি টাকা দেয়।
আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, 'টিআইবি অনুমাননির্ভর, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে।'
এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাখ্যান করেন তিনি।
তিনি আরও জানান,বিআরটিএর সেবাগুলো ডিজিটাল হয়ে যাওয়ায় সশরীর অফিসে যেতে হয় না। ফলে ঘুষ–দুর্নীতি ও হয়রানির সুযোগ নেই।