

পদ্মা সেতুতে ট্রেন চলাচল শুরু জুনে : রেলমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০২ এএম, ১০ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১১:০০ এএম, ১১ আগস্ট,সোমবার,২০২৫

দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতুর রেললাইন দিয়ে ট্রেন চলাচল আগামী জুনে শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, আগামী জুনে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু হবে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজটিই এখন বড় চ্যালেঞ্জ।
আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় পদ্মা সেতু প্রকল্পের রেললাইন স্থাপন কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পের রেললাইন স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বর্তমানে কাজের সার্বিক অগ্রগতি ৭৩ শতাংশ।
তিনি আরও বলেন, কাজ দিনরাত চলছে। ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে ভাঙ্গা ও ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত এই রেললাইন সংযুক্ত হচ্ছে। পুরো কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মানুষ পদ্মা সেতুর মতো পদ্মা রেল সংযোগের সুফল ভোগ করতে পারবেন।