

গণশুনানি ছাড়াই জ্বালানির দাম সমন্বয়ের বিধান রেখে আইন সংশোধনের অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৮ পিএম, ২৮ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৩৫ পিএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

বিশেষ পরিস্থিতিতে সরাসরি জ্বালানির দাম সমন্বয় করার বিধান রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অধ্যাদেশ ২০২২ সংশোধনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমানে জ্বালানির দাম নির্ধারণে বিইআরসিকে গণশুনানি করতে হয়। এতে ৯০ দিন সময় লাগে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বালানি বিভাগ দু-এক দিনের মধ্যে বিষয়টির ব্যাখ্যা দেবে।