

দলীয় পদের পর এবার সংসদের পদও হারালেন রাঙ্গা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৫ এএম, ২৯ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ১০:০৬ পিএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

বিরোধী দলীয় চিফ হুইপের পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রের ধারা ২২ উপধারা ২-এর প্রদত্ত ক্ষমতাবলে মসিউর রহমান রাঙ্গাকে চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দিয়েছেন।
দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা ও গত ৮ অক্টোবর তারিখে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্ত অুনযায়ী মসিউর রহমান রাঙ্গাকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছেন।
গত ১৪ সেপ্টেম্বর চেয়ারম্যানের দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে তাকে প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ পদবি থেকে অব্যাহতি দিয়েছিলেন তিনি।