

জামায়াতের বিচারে আইনের সংশোধনী শিগগিরই সংসদে তোলা হবে : আনিসুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৫ পিএম, ২৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:০২ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের জন্য আইনের সংশোধনী শিগগির জাতীয় সংসদে তোলা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ভিন্ন নামে জামায়াতের আবেদন ইসি কীভাবে নিষ্পত্তি করে, সরকার সেটি পর্যবেক্ষণ করবে বলেও জানান আইনমন্ত্রী। আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, জাতীয় নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।